STORYMIRROR

Ahana Pradhan

Classics Others Children

4  

Ahana Pradhan

Classics Others Children

আগমনীর বৃষ্টি

আগমনীর বৃষ্টি

1 min
471

শরৎ এলো, বাদলা বায়ের সাথে বেদম ধূলো,

বজ্র নিনাদ, আকাশ গেলা আঁধার মেঘ জমালো।

ঝমঝমালো বৃষ্টি ঝাঁপে, রাস্তা জোড়া প্লাবন,

শিশির ঝরার কালে হঠাৎ মাতাল বারির ধাবন!

ঘরবাড়িতে জল ঢুকছে, গাড়ির চাকা ডোবা,

রেললাইনে বন্যা ভাসে, সবজি বাজার বোবা।

মারণরোগের কাটা ঘায়ে এ কি নুনের ছিটে!

দুগ্গা, মা গো, কবে আসবি পোড়া বাপের ভিটে?


Rate this content
Log in

Similar bengali poem from Classics