STORYMIRROR

Ahana Pradhan

Classics Inspirational Others

3  

Ahana Pradhan

Classics Inspirational Others

মায়ের ভালোবাসা

মায়ের ভালোবাসা

1 min
242

 মা যে আমায় অনেক ভালোবাসে,

এই দুনিয়ায় সবচাইতে বেশি।

ছিল যেন তা রোজকার অভ্যাসে,

যতদিন আমি একলা সুখবাসী।


যেদিন থেকে তুমি প্রকাশ পেলে,

খুব সাবধানে জীবন বয়েছি,

নয়টা মাসের ক্লান্তি ঝেড়ে ফেলে,

তোমায় কোলে হাসতে পেরেছি।


আমার মনে নতুন উজালা দিলে,

ক্ষুদ্র দেহে প্রাণভোমরার বাস,

শুকনো থানে সরস আবেগ মিলে

তোমার সাথে বুকভরা নিঃশ্বাস।


ওঠাপড়ার নিজের যাপন ছিল,

মা ছাড়া আর ছিলনা তেমন টান,

তুমি এলে, বাঁধন নিবিড় হলো,

চারিদিকে বেজে উঠলো ঐকতান।


তোমায় আমি বড্ড ভালোবাসি,

ছোট্ট তুমি, বলতে নাই বা পারো,

হামির বানে ভরিয়ে তোমার হাসি,

সবচেয়ে বেশি আদর তুমিই কর!


মায়ের আদর আজকে যেন দেখি

উন্নত এক মাত্রা নিয়ে মনে,

মেয়ের বোধ আজ মায়ের বোধে একই,

ষোলোটি কলা পূরণ, এতদিনে।


মায়ের সাথে নাড়ির টানের ভাষা,

শব্দ বড় কম পড়ে তার তরে,

মায়ের ছায়ার আরাম ভালোবাসা,

সারাজীবনের ভিত পোক্ত করে।



Rate this content
Log in

Similar bengali poem from Classics