STORYMIRROR

Ahana Pradhan

Children Stories Comedy Tragedy

2  

Ahana Pradhan

Children Stories Comedy Tragedy

স্কুটি শেখার বেলা

স্কুটি শেখার বেলা

1 min
175

স্কুটি শিখব বেশ,

ইচ্ছেডানার রেশ,

টানা সাতদিন খুব অভ্যাস, রোজ দুইবেলা করে,

ভাড়ার স্কুটি নিয়ে এলাম উৎসাহী মন ভরে।


কাঁপুনি লাগিয়ে গায়ে

এলোমেলো হাওয়া বয়,

থেকে থেকেই ঝমঝমিয়ে, বৃষ্টিফোঁটারা ধায়

গোমড়ামুখো মেঘচাদরে ওলটপালট পায়ে।


সূর্যের দেখা নেই

কতদিন মনে নেই!

গাছ-পাতা-মাটি সবকিছু সোঁদা, সবদিক থইথই,

কাপড়চোপড় কাচবার পর শুকাবার উপায় নেই!


বৃষ্টি থামলে শীত,

বাদলা হাওয়ার গীত,

শীত বর্ষার মিলমিশিতে জ্বরের জোরালো ভিত,

এমন সময় সবারই খুব সাবধানে থাকা উচিত।


বারান্দায় আমি বসে,

বৃষ্টি থামার আশে,

ভাড়ার স্কুটি গ্যারেজে পড়ে, ট্যাঙ্কি ভরা তেল,

ঘরবন্দি আমার মেজাজে বিরক্তিদের খেল ।


এক সপ্তাহ গেল,

বর্ষণ কমে এলো,

ফিকফিকানো রোদ বেরোলেও স্কুটিতে বসাই সার,

ব্যাটারি বসে স্টার্ট নেয়না, পুরো ভাড়া বেকার!


Rate this content
Log in