STORYMIRROR

Ahana Pradhan

Abstract Inspirational Children

3.4  

Ahana Pradhan

Abstract Inspirational Children

নব আনন্দে জাগি

নব আনন্দে জাগি

1 min
225


"বাবা সাগা নোং নেই,

লোক এসে মুছি নি'চ গেছে।

এমা! নিচে লা'গা নেই,

ওলা সবা টাটা চলে গেছে।"

আধো আধো মিঠে বুলি,

দিনে রাতে এক করেছে!

আমার প্রাণের কলি

সোনামনি কথা শিখেছে!

এই গেলো কিছুদিন,

একতাল এতটুকু ছিল,

সময় বিরামহীন,

থেকে থেকে কত বড় হল!

দিনে দিনে কচি খোকা

আরো কত বড় হয়ে যাবে,

অবাক দুনিয়া রাখা,

নতুনের স্বাদ খুঁজে পাবে!

আজকে সে কুঁড়ি আছে,

সুরভিত ফুল হবে কাল,

ধন্য গাছের মন,

ফুল কোলে ধরে, চিরকাল!



Rate this content
Log in