STORYMIRROR

Ahana Pradhan

Comedy Tragedy Classics

2  

Ahana Pradhan

Comedy Tragedy Classics

প্রবাসের দুর্গাপুজা, ২০২১

প্রবাসের দুর্গাপুজা, ২০২১

2 mins
233

পরবাসেও টিভিতে নিয়মিত দেখি শুধু বাংলা চ্যানেল,

নখদর্পনে কলকাতার খবর,

মোবাইলে রোজ পড়ি বাংলা কাগজ,

দক্ষিণবাংলায় বন্যা, তাও মুখস্থ জবর!

কাল বললো, কলকাতায় এবার খুব আয়োজন,

বুর্জ খলিফা প্যান্ডেল, আরো দুর্দান্ত থিমপুজো সব,

কোভিডিবিধি মেনেই জনসমাগম,

তাই প্রাণে বাজলো ড্যাংকুড়কুড় রব,

নতুন শাড়ি-জামাও দোরগোড়ায়, 

অনলাইনেই কেনাকাটা জোর,

পুজো আসছে, দুর্গাপুজো,

উৎসবের মেজাজে বিভোর।

.

সপ্তমী আসতেই সব ঠিক,

রোজ অফিসের পর ঢুঁ মারবো প্যান্ডেলে প্যান্ডেলে,

তথ্যপ্রযুক্তির শহরে পুজো হয় ছোট ছোট, দূরে দূরে,

তাও, ঠাকুরের মুখের দেখা তো মেলে!

গাড়ির ইঞ্জিনে পড়লো চাবি,

বেরোলাম সপরিবারে, সাজুগুজু সেরে ফেলি।

গুগল ম্যাপে আছে সবই,

রাস্তা দেখায় আশেপাশে কোথায় আছে পুজোর জায়গাগুলি।

.

এ কোথায় এলাম! নিশ্ছিদ্র অন্ধকার!

এখানে পুজো - অসম্ভব!

ওই তো ফাঁকা মাঠটা, ঘেরা নিশিবনের প্রাকার।

তার মানে ঠাকুর আসেনি এবার,

কলোনিতে সব বাড়ির মুখই কালো,

তাহলে সবাই পাততাড়ি গুটিয়ে সেই যে গেছে বাড়ি,

ওয়ার্ক ফ্রম হোম এখনো চলছে ভালো।

.

রাস্তাটা কেমন লাগছে যেন, 

এটা দিয়ে কি যাওয়া যাবে?

একটাও আলো নেই, পাশে ভাঙাচোরা ইট-কাঠ,

গুগলের দেখানো, ঠিকই হবে;

যাহ, বোল্ডার ফেলা তো!

গাড়ি যাবে কি করে? 

ঘোরাও ঘোরাও, কাজ নেই আর অতশত!

ফিরে চলো।

.

বড় মল'টার সামনে থেকে চলো গাড়ি ঘুরিয়ে আসি,

ওরা আলো সাজায় সব উৎসবে।

একটু পুজো পুজো মনে হবে।

ও,মা! এরাও আলো দেয়নি একটাও!

ও আচ্ছা, মলে তো আজকাল লোক যায়না,

তাই অন্ধকারে ভাসি।

.

চলো ওই বাঙালি সমিতির পুজো,

হচ্ছে কিনা দেখে তো আসা যায় বেশ!

অন্তত এটা তো জানব যে, মা আছেন আশেপাশে।

ম্যাপে দেখাচ্ছে ২ ঘন্টার উপর রাস্তা, বড়ই ক্লেশ!

আগে থেকে রেজিস্ট্রেশন না থাকলে প্রবেশ নিষেধ,

কাজ নেই আর যেয়ে, সব উৎসাহ শেষ।

.

আচ্ছা, পুরোনো পাড়ার পুজোটা তো বিশাল,

ওটা নিশ্চয় হচ্ছে!

আরে ফেসবুকে দিয়েছে দেখো সকাল সকাল,

ডেস্টিনাশন দুর্গাপূজা, শৈল শহরে!

এ তো একটা পার্কের মধ্যে, মূর্তি অঙ্গুলিসমান একহারা!

বুঝলাম। 

আয়োজক পরিবারগুলির পুজো-ভ্রমণ একসাথে সারা,

ভিড় থেকেও বাঁচবে।

অনলাইনে রেজিস্ট্রেশন থাকলে কুরিয়ারে পাবে প্রসাদ,

 তোমার নামে ওরাই পুজো দেবে।

.

রাত হলো দেরি,

অনলাইনে খাবার বলো।

আধঘন্টার মধ্যে এসে যাবে চিকেন শাম্মি রোল।

নতুন জামা, সাজগোজ, বাইরের খাওয়া, সবই হলো।

হলোনা খালি ঠাকুর দেখা, 

শারদীয়ায় মন খারাপ করি!


Rate this content
Log in

Similar bengali poem from Comedy