STORYMIRROR

Ahana Pradhan

Drama Tragedy Others

3  

Ahana Pradhan

Drama Tragedy Others

সাংসারিক প্রেম

সাংসারিক প্রেম

1 min
213

দাদুর

মিষ্টির সাথে গুপ্তপ্রেম,

ওষুধের সাথে ব্যক্ত,

মধুমেহ নিয়ে শরীর ক্লান্ত,

বাইরে বাইরে শক্ত।


ঠাকুমার

চিন্তার সাথে গুপ্তপ্রেম,

পুজোপার্বন ব্যক্ত,

রক্তচাপে ঘুম জেরবার,

দিন কাটে বিরক্ত।


ছেলের

সিনেমার সাথে গুপ্তপ্রেম,

পড়াশুনো শুধু ব্যক্ত,

রাত জেগে জেগে প্রেম-টেম করে

সরস্বতীর ভক্ত।


মেয়ের

বিপ্লব নিয়ে গুপ্তপ্রেম,

ইঁদুরদৌড়টা ব্যক্ত,

অবসাদ নিয়ে মন খুঁড়ে মরে,

জীবনটা উত্যক্ত।


বাবার

পাহাড়ের নেশা গুপ্তপ্রেম,

চাকরি বাকরি ব্যক্ত,

দশটা-পাঁচটা বাস ঠেলে ঠেলে

মনটা পরিত্যক্ত।


মায়ের

কবিতার সাথে গুপ্তপ্রেম,

রান্নার সাথে ব্যক্ত,

ছেঁড়াখোঁড়া তার ভরা সংসারে

সব কথা অব্যক্ত।


Rate this content
Log in

Similar bengali poem from Drama