STORYMIRROR

Ahana Pradhan

Children Stories Children

4  

Ahana Pradhan

Children Stories Children

চাটনি

চাটনি

1 min
457

চাকুম চাকুম করে কুচুম

চেটে চেটে খায়,

দাদাকে নিজের মাছটা দিয়ে

বাটিটা বদলে নেয়।

লালচে কমলা গাঢ় রঙের,

অল্প পরিমাণ,

খর্জুর আর বিলিতি বেগুন

মিশানো সমান,

গরমকালে আম দিয়ে হয়,

প্রাণটা জুড়ায় চেখে!

আপেল দিয়ে মা কখনো

বানায় মেখে মেখে।

পেঁপে দিয়েও হয় গো জানো,

চকচকে দেখতে,

তেঁতুল দিলে চটপটা টক,

মজা লাগে খেতে।

শেষ পাতে এই একটুকুনি

চাটনি সবের ভালো,

ছোট্ট কুচুম হাত বাড়ালো,

আরেকটু খানিক ঢালো!


Rate this content
Log in