STORYMIRROR

Ahana Pradhan

Comedy Drama Tragedy

2  

Ahana Pradhan

Comedy Drama Tragedy

বাঙালির দুবাই দর্শন

বাঙালির দুবাই দর্শন

1 min
163

বাঙালির বুর্জ খলিফা দর্শন!

বড়ই আয়োজন।


নিষেধ আন্তর্জাতিক বিমান চলায়,

পারো কি না পারো দুবাই যেতে সবায়,

শ্রীভূমিতেই দর্শনীয়ের নির্মাণ,

বিখ্যাত শারদ সম্মান!


এত পায়ে-হাঁটা মানুষের ঢল,

দেখেনি'কো সেই ইমারত, যে কিনা আসল!


অতিমারীর বীজকে পদপৃষ্ট করে,

বাঙালি দেখলো বিশেষ দ্রষ্টব্য আমোদ করে।


গত বছর তো পূজো ছিল শুন্য,

এইবার তাই পূজায় বিদেশযাত্রা সবার জন্য!


খালি বিমানচালক'রা বলে কিনা, আলো চোখে লাগছে!

হে মা দুর্গা! আসল ঝকমকিটাই তো তারপর ভেস্তে দিয়েছে!


অগত্যা চলো বিনা লেজারের বুর্জ খলিফা দেখি,

দলে দলে সদলবলে, ডাক্তার কি বলে তাতে কিছু যায় আসে নাকি!



Rate this content
Log in

Similar bengali poem from Comedy