STORYMIRROR

Ankita Mukherjee

Comedy Children

3  

Ankita Mukherjee

Comedy Children

হাতি কোলে

হাতি কোলে

1 min
275

ছেলে সুদর্শন

মেয়ে সুখবতি,

বিয়ে যদি করে এরা

 নেই কোন ক্ষতি।

জ্যোতিষ গননা করে

দিলো এই রায়,

এরপরও এই বিয়়ে

কেনো ভেঙ্গে যায়়?

মেয়েটি বসল বে৺কে

এই কথা বলে,

সম্ভব নয়় কভু

হাতি নেওয়া কোলে।

চুপি চুপি বলি তুমি

শোন কান পাতি,

ছেলের পদবী কোলে

মেয়েটির হাতি।

হাসিবে সমাজ বিয়ে

হলে দুুুুজনার,

'সুখবতি হাতি কোলে'

নাম হবে তার।


Rate this content
Log in

Similar bengali poem from Comedy