STORYMIRROR

Ankita Mukherjee

Abstract Tragedy Fantasy

3  

Ankita Mukherjee

Abstract Tragedy Fantasy

ভাবনা

ভাবনা

1 min
267

হাজার হাজার স্বপ্নরা সব চোখের তারায় ভির জমায়,

ভাঙাচোরা হয় কবিতাগুলি, কখনো দাাঁড়ি কখনো কমায়।

গোলাপ তোরা লুুুুকিয়ে থাকে পাতার ভিতোর যত্ন পেয়ে,

ঠোঁট গুুুলি সব যত্ন খোঁজে তোমার দিকেই স্পষ্ট চেয়ে।

হাজার বছর আগেেও হয়তো তোমার পাশেই বসে,

জ্বলেছে আগুন উ৺ড়েছে ধো৺য়া মেঘের পাশে পাশে।

বসন্ত যায় বৈশাখী ঝড় হটাৎ ওঠে ঈশান কোণে,

রাতের বেলা গোপন কথা থাকুক গোপন যত্নে মনে।


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Abstract