Ankita Mukherjee
Abstract Drama
সে পথে তুমি একা,
নয়নে আঁধার রবে;
ধেয়ানে আলোকরেখা।
সারাদিন সংগোপনে,
সুধারস ঢালবে মনে,
পরানের পদ্মবনে
বিরহের বীণাপাণি।
ভরা থাক সৃতি সুধায়়,
হৃদয়ের পাত্রখানি।
রাঙিয়ে দিয়ে...
পথে হলো দেরি
ভাবনা
হাতি কোলে
হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়
শরতের শোভা শরতের শোভা
শূন্য শূন্য
পিছুটান পিছুটান
আশা আশা
অনুল্লেখিত অনুল্লেখিত
জীবন জীবন
যুদ্ধের অক্ষর যুদ্ধের অক্ষর
আমাকে দেখুন আমাকে দেখুন
ঝরা শেফালী ঝরা শেফালী
আমার ঘুম ভাঙ্গিয়না কেউ আমার ঘুম ভাঙ্গিয়না কেউ
ভাড়া ঘর ভাড়া ঘর
"What you seek, is seeking you..." "What you seek, is seeking you..."
মাদক মদেতে হয় কি অবসন্ন মাদক মদেতে হয় কি অবসন্ন
তারাই কি এলিয়েন, না কল্পনা সবই ? তারাই কি এলিয়েন, না কল্পনা সবই ?
কোথাও জোছনা নেই আছে শুধু আধার সন্ত্রাস কোথাও জোছনা নেই আছে শুধু আধার সন্ত্রাস
তুমি নেই বলে তো সূর্যোদয় সূর্যাস্তে পরিণত হয় নি তুমি নেই বলে তো সূর্যোদয় সূর্যাস্তে পরিণত হয় নি
অরুণ যেমন জ্বলছে দিবালোকে ভরে অরুণ যেমন জ্বলছে দিবালোকে ভরে
উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ
রাতে ঘরে হয় জানোয়ারের বাস... রাতে ঘরে হয় জানোয়ারের বাস...