Ankita Mukherjee
Abstract Drama
সে পথে তুমি একা,
নয়নে আঁধার রবে;
ধেয়ানে আলোকরেখা।
সারাদিন সংগোপনে,
সুধারস ঢালবে মনে,
পরানের পদ্মবনে
বিরহের বীণাপাণি।
ভরা থাক সৃতি সুধায়়,
হৃদয়ের পাত্রখানি।
রাঙিয়ে দিয়ে...
পথে হলো দেরি
ভাবনা
হাতি কোলে
স্বপনচারী স্বপনচারী
তুমি তুমি
স্বপ্ন দেখি স্বপ্ন দেখি
স্বপ্নপূরণ স্বপ্নপূরণ
প্রিয় বান্ধবী প্রিয় বান্ধবী
হারানো ভালোবাসা হারানো ভালোবাসা
দুদিকেই দুদিকেই
ঝরা শেফালী ঝরা শেফালী
আমার ঘুম ভাঙ্গিয়না কেউ আমার ঘুম ভাঙ্গিয়না কেউ
আমার আমি...... আমার আমি......
দুই বিন্দু অশ্রুজল দুই বিন্দু অশ্রুজল
আমার দুনিয়া আমার দুনিয়া
ঘরে ফেরার গান ঘরে ফেরার গান
অনন্ত রক্তক্ষরণে রক্তকরবী গড়া হল না অনন্ত রক্তক্ষরণে রক্তকরবী গড়া হল না
মাদক মদেতে হয় কি অবসন্ন মাদক মদেতে হয় কি অবসন্ন
তারাই কি এলিয়েন, না কল্পনা সবই ? তারাই কি এলিয়েন, না কল্পনা সবই ?
কোথাও জোছনা নেই আছে শুধু আধার সন্ত্রাস কোথাও জোছনা নেই আছে শুধু আধার সন্ত্রাস
তুমি নেই বলে তো সূর্যোদয় সূর্যাস্তে পরিণত হয় নি তুমি নেই বলে তো সূর্যোদয় সূর্যাস্তে পরিণত হয় নি
অরুণ যেমন জ্বলছে দিবালোকে ভরে অরুণ যেমন জ্বলছে দিবালোকে ভরে
আমরা ব্যাস্ত, অতি বিদ্ধস্ত, অতি বিরক্ত, অতি বিভ্রান্ত আলোর মধ্যে ... আমরা ব্যাস্ত, অতি বিদ্ধস্ত, অতি বিরক্ত, অতি বিভ্রান্ত আলোর মধ্যে ...