STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract

4  

Ratnadeep Pramanik

Abstract

ফাঁকা ফ্রেম

ফাঁকা ফ্রেম

1 min
283

শহর মেখেছে এক আকাশ কুয়াশা –

ভেসে আছে চারিপাশে,

একরাশ ধূলোর প্রলেপ| কেউ জানে না,

কাঁচের দেওয়ালে দূরবীণ সাজানো;

সবাই ঘুমিয়ে!

বিলুপ্ত মনুষ্যত্ব আঁকা হচ্ছে ফাঁকা ফ্রেমে!


নীরবতা উন্মাদ হয়ে চিৎকার করছে;

নির্বাসিত কবির দল হতাশ হয়ে,

কলম ভাঙছে; তবে, রাস্তায় নয় –

সেই ফাঁকা ফ্রেমে!


শব্দরা বুঝি কথা বলে না?

বলে তো! ঝন-ঝন করে বেজে ওঠে –

পায়েলের আওয়াজের মতো,

অথবা, ছোটছোট কলিং-বেলের মতো;

কুয়াশার শীতে, লাল-সাদায়!


সেই শব্দ শুনে, কবিও বুঝি হতাশ হয়?

কলমও কি ক্লান্ত হয়? সেই শব্দে সাড়া দেয়?

তখন আর কাঁচ, করে না কি ঝলমল?

আলোর প্রতিবিম্ব যেন হারায় ধূলোর কণায়!

পড়ে থাকে ফের অসহায়, নির্বাক –

দারুণ একা, ফাঁকা ফ্রেম!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract