STORYMIRROR

Sekhar Bandyopadhyay

Comedy Others

3  

Sekhar Bandyopadhyay

Comedy Others

নিরেট মহীপতি

নিরেট মহীপতি

1 min
219

এক যে ছিল বোকা রাজা ভীষণ বদমেজাজি

কথায় কথায় উঠত রেগে বলত হতচ্ছাড়া পাজি


তাকে নিয়ে জেরবার হত যত মন্ত্রী পারিষদ

ভয়ের চোটে পালিয়ে যেত বেবাক সভাসদ্


কখনও আবার বলত রাজা তিনি জ্ঞানের ভান্ডার

যে কোন বিষয়ে ব্যুৎপত্তিতে নাকি জুড়ি মেলা ভার


ভুল যদি ধরত কেউ পেত ভীষণ সাজা

রাজার ভুল ধরার সাহস করবে কেন প্রজা


কিন্তু আবার থাকত যদি মেজাজটা ফুরফুরে

উপহারের থালি দিয়ে সাজিয়ে দিত ভরে


ধূর্ত লোকে এই কথাটা বুঝত সবার আগে

স্তাবকতায় ভরিয়ে দিয়ে ইনাম লুটত ভাগে


Rate this content
Log in

Similar bengali poem from Comedy