STORYMIRROR

Sekhar Bandyopadhyay

Abstract Others

3  

Sekhar Bandyopadhyay

Abstract Others

এবার পূজোয়

এবার পূজোয়

1 min
267

ষষ্ঠীর আকাশ ঢেকে থাকে অকালের কালো বাদলে,

টিপটিপিয়ে বৃষ্টি পড়ে উৎসব শুরুর সকালে।


প্রতিবছর এমনদিনে হয় দেবী দুর্গার বোধন,

তাকে ঘিরেই সবাই মাতে ভেঙে খুশির বাঁধন।


কিন্তু এবার খুশির পালে বাধ সাধল মারী,

তাইতো এবার ঠাকুর দেখার ভীড় হল না ভারী।


তবুও কিছু অবাধ্যজন না মেনে মারীর বিধি,

নিজের ও পরের বিপদ বাড়িয়ে ঘোরেফেরে ইতি উতি।


দেবীর তরে এবার মোদের চাওয়ার আছে একটাই,

যত শীঘ্র সম্ভব যেন মারীর টিকাটি পাই।


অতিমারীর মাঝেও দেবী মোদের যোগায় খুশি,

তার দৌলতেই আসে মোদের প্রাণখোলা এক হাসি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract