ধূর্ত শিয়াল
ধূর্ত শিয়াল
শিয়াল বড় ধূর্ত প্রাণী লুকিয়ে শিকার ধরে,
সুযোগ পেলেই খামার থেকে মুরগি সাবাড় করে।
দিনের বেলায় গর্তে থাকে রাত্রে শিকার খোঁজে,
রাতের বেলায় গৃহস্থেরই ত্রাস হয়ে যায় সে যে।
জঙ্গলে যখন থাকে তারা দৌড়ে শিকার করে,
দ্রুতগামী খরগোশকেও হেলায় ফেলে ধরে।
বাঘ সিংহ দেখলে তারা দূরত্ব বজায় রাখে,
তাদের খাওয়া সাঙ্গ হলেই উচ্ছিষ্ট দেখে চেখে।
সুযোগ সন্ধানী থেকে তারা ধরে হরিণ শাবক,
কোথায় কেমন চলতে হবে বুঝতে পারে ব্যাপক।
ছোট্ট শিকার দেখলে যেমন দেখায় ভীষণ দাপট,
বড় প্রাণী এসে গেলেই দেয় তারা চম্পট।
শক্তিতে সে যতই খাটো বুদ্ধিতে সে চতুর,
তারই জোরে করতে পারে শত্রুকে যে ফতুর।