STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Inspirational Children

4  

POET MD HEDAETUL ISLAM

Inspirational Children

মা

মা

1 min
268


মা

মোঃ হেদায়েতুল ইসলাম

মা হলো স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি,

মা আমৃত্যু সন্তানের প্রতি রাখে অন্তর্দৃষ্টি।

মা সন্তানের জন্য জন্ম হতে কাজ করে মৃত্যু অবধি,

মা শত কষ্টেও তিলে তিলে গড়ায় সন্তানকে নিরবধি।

সন্তানের একটু দুঃখেই মা কতই না অস্থির হয়,

দুঃখ হতে বুকের ধনকে মুক্তি দাও মা স্রষ্টাকে কেঁদে কয়।

মা হলো সন্তানের বিশ্বস্ত এক বিশেষ আশ্রয়,

সন্তানের কোন শত্রু মায়ের কাছে কভু নাহি পায় প্রশ্রয়।

সন্তান জন্মাতে মাঝে মাঝে মা জীবন দিয়েও লড়ে,

কোলে পিঠে সন্তান রেখে মা কতই না আয়েশ ত্যাগ করে।

সন্তানের সব ভালো কিছু দানে হয় মা সাদা মরিয়া,

সন্তানের সুখের জন্য মা পাড়ি দেয় দুঃখের অথৈ দরিয়া।

সন্তানের একটু রোগে মায়ের ঘুম যায় যে চোলে,

কেমনে সন্তানের রোগ মুক্তি মেলে ভেবে মা কান্নার ঝড় তোলে।

ভালো খাবার তুলে দেয় মা ঠিকই সন্তানের পাতে,

মা চেয়ে দেখে ভালো খাবার খেয়ে সন্তান তুষ্ট হয় যাতে।

সন্তানকে খাওয়ায়ে মা পাতিল মোছা খাদ্য থাকে খেয়ে,

ছেঁড়া বস্ত্রে থেকেও মা সন্তানকে ভালো বস্ত্র দিয়ে মা দেখে চেয়ে।

সন্তানের শুরু থেকে আমৃত্যু মা পাশে ছায়া হয়ে রয়,

 মায়ের ভালোবাসা সন্তানের প্রতি অতুলনীয় নেই সংশয়।

মা নিজে কষ্টে থাকলেও সন্তানকে সুখে-শান্তিতে রাখে,

মায়ের অবদান সন্তানের জীবনে থাকে বাঁকে বাঁকে। 

মা স্রষ্টার এক অতুলনীয় সৃষ্টি সন্তানের জন্য বিশেষ দান,

মায়ের ঋণ শোধ হবেনা যদিও সন্তান দেয় মায়ের জন্য প্রাণ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational