দিন বনাম রাত
দিন বনাম রাত
1 min
262
দিনের বেলায় সূয্যি উঠে ঝলমলিয়ে যায়,
রাতের বেলায় চন্দ্রালোকে মায়াবি দেখায়।
গ্ৰীষ্মকালে সূর্য তাপে প্রাণ ওষ্ঠাগত হয়,
রাতের বেলায় চন্দ্রাতপে শরীর জুড়ায়।
বর্ষাকালে ছাতা মাথায় দিয়েও লোকে কাজে বের হয়,
কিন্তু রাতের বেলায় বর্ষাকালে মানুষ ঘরেই রয়ে যায়।
শরতের দিনে নীল আকাশে সাদা মেঘ ভাসে,
রাতের আকাশে তখন আবার চাঁদ তারা হাসে।
শীতের দিনে সূর্যের তাপ আবার আরামদায়ক হয়,
শীতের রাতের পূর্ণিমার চাঁদ কাঁপিয়ে দিয়ে যায়,
দিন বলে আমি আছি বলেই জগতে যত কাজ হয়,
রাত বলে আমার জন্যই সারা জগত বিশ্রামটা পায়।