STORYMIRROR

Sekhar Bandyopadhyay

Comedy Others

3  

Sekhar Bandyopadhyay

Comedy Others

চায়ের মহিমা

চায়ের মহিমা

1 min
225

শীতের সকালে এক কাপ চা 

মন করে দেয় চাঙা

অলসতা ঝেড়ে গতি এনে ধড়ে

ফুকে দেয় যেন রণশিঙা।


আবার যখন মুড অফ থাকে

মন লাগে না কোন কাজে

গরমা গরম এক কাপ চায়ে

মুড ঠিক হয়ে যায় নিজে।


একটানা কাজে ক্লান্তিতে যখন

শরীরটা বিশ্রাম নিতে চায়

ক্লান্তি ভুলিয়ে চনমনে করে

শুধু এক পেয়ালা চায়ে।


ওটা না পেলে যে বড়বাবুর

মেজাজটা যায় চড়ে

 কাউকে তখন সামনে পেলে

বেজায় দেবে ঝেড়ে।


সন্ধ্যাবেলায় মুড়ি সহযোগে

 চায়ের নেইকো জুড়ি

সবার তখন একটাই মত

  বাচ্ছা হোক বা বুড়ি।


আড্ডা টেবিলে ঝড় তুলে ওড়ে

  ডজন ডজন কাপ

চা ব্যাতিরেকে আসর জমানো

  ভীষণ রকম চাপ।


লিখতে বসে লেখকের চাই

 ধোঁয়া ওঠা এক কাপ

চা নাহলে খোলেনা মাথা

 করতে হয় পরিতাপ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy