নীরব তিলোত্তমা
নীরব তিলোত্তমা
গঙ্গা বক্ষ নাওয়ে চড়ে ভেসে যাই নিরুদ্দশে
পথ দিশাহীন সফর করে এগিয়ে চলি ভেসে
নদীবক্ষে ভাসতে ভাসতে দেখি গঙ্গা পাড়ের রূপ
স্নান সেরে পুরুত পূজোয় বসে জ্বালিয়ে নিয়ে ধুপ
পাশ দিয়ে যায় হরেক রকম লঞ্চ আর ভুটভুটি
যাত্রী বা মাল বইবার তরে গঙ্গার নেই ছুটি
কোথাও আবার জলের মধ্যে ছেলেরা করে খেলা
কোথাও আবার নদীর পাড়ে জমিয়ে চলে মেলা
এক পাড়েতে দেখা যায় কল কারখানার সারি
অন্য পাড়ে তখন অনেক প্রাসাদোপম বাড়ি
গঙ্গাপাড়েই জব চার্ণক গড়ে তোলে কোলকাতা
যেথায় দেশের রাজধানী ছিল বলে ইতিহাসের পাতা
মহাভারতের সময় থেকে পাঠান মোগল ইঙ্গ
বহু ইতিহাস ও সাম্রাজ্যের ভাঙ্গা গড়া দেখে বিজ্ঞ
এত প্রাচীন আর বিজ্ঞ হয়েও কমেনি যে তার শোভা
গ্ৰীষ্ম বর্ষা শরৎ শীতের রকমারি তার আভা