STORYMIRROR

Sekhar Bandyopadhyay

Others Children

3  

Sekhar Bandyopadhyay

Others Children

আজব প্রশ্ন

আজব প্রশ্ন

1 min
208

সাগর বলে তোমরা কি কেউ জানো

আমার জল এত নোনতা কেন?


নদী বলে সাগরকে আমি এত জল দেই

তবুও তার স্তর বাড়তে দেখি কই?


সূর্য ভাবে যতই আমি ছড়াই নাকো তাপ

তবুও কেন সাগরের জল কমে না একধাপ?


মেঘ বলে ধরায় আমি এত জল ঢালি

তবুও মরুতে কেন থাকে এত বালি?


তরু ভাবে অক্সিজেন আমি ছড়াই সারাদিন

তবুও বাতাসে তার ভাগ বাড়ে না কেন ক্ষীণ?


পাখি বলে আমার মত উচ্চতায় আর কেহ নাই

তাহলে কেন এভারেস্টের চূড়ায় তার দেখা নাহি পাই?


Rate this content
Log in