STORYMIRROR

Sekhar Bandyopadhyay

Romance Others

3  

Sekhar Bandyopadhyay

Romance Others

কল্লোলিনি কোলকাতা

কল্লোলিনি কোলকাতা

1 min
193

জব চার্ণক করল স্থাপন গঙ্গার ধারে নগরী,

একে একে উঠল গড়ে সব প্রাসাদোপম বাড়ি।


রাস্তাঘাট স্কুল কলেজ উঠল গড়ে ক্রমে,

গ্ৰাম থেকে শহর উঠল বেড়ে কোলকাতা নামে।


ইংরেজরা তুলল গড়ে গঙ্গার পারে গড়,

তাদের প্রিয় ফিরিঙ্গিপাড়ায় বানালো বসত ঘর।


পলাশীর প্রান্তরে অস্তমিত হল দেশের স্বাধীনতা,

ইঙ্গ বণিকের ইচ্ছানুসারে হল রাজধানী কোলকাতা।


রাজধানী ছাড়াও হয়ে উঠল শিক্ষা দীক্ষার পীঠস্থান,

দেশের মাঝে গড়ল প্রথম ডাক্তারিশাস্ত্রের প্রতিষ্ঠান।


স্বাধীনতা আন্দোলনের চাপে রাজধানী সরল দিল্লিতে,

তখন থেকেই হল শুরু তার গুরুত্বটা কমতে।


কিন্তু কোলকাতাতেই তৈরী হল দেশের প্রথম পাতালরেল,

সরিয়ে রেখে এগিয়ে চলে নিন্দুকদের ছোড়া শেল।


দেশের যত নোবেলপ্রাপক কোলকাতারই ছাত্র,

এই ব্যাপারে কল্লোলিনির জুড়ি মেলা বাতুলতা মাত্র।



Rate this content
Log in

Similar bengali poem from Romance