জাদু কাঠির ভেল্কি
জাদু কাঠির ভেল্কি
Prompt-30
জাদু কাঠির ভেল্কি
মানিক চন্দ্র গোস্বামী
আমার হাতে জাদুকাঠি, দেখতে পাবে ভেল্কি;
চার বেহারা টানছে দেখো কাঁধের ওপর পালকি |
হেঁইয়া হেই শব্দ করে, হালে পায় না পানি;
পালকি চড়ে আসছে যখন রাজার সাথে রানী |
জাদু কাঠি হাতে ধরে যেই না আমি চেঁচাই,
পশুপাখি সব ভীষণ ভয়ে ঢুকে পড়ে খাঁচায় |
যখন আমি জাদু কাঠি ওপর দিকে ছুড়ি,
কালো মেঘে বন্দি থাকা অরুনেরে দেয় ছাড়ি |
চাই কি তোমার ভালো ভালো পোশাক পরিচ্ছদে,
কিংবা যদি ছায়ায় খোঁজো কাঠ ফাটা এই রোদে |
ফুলের ওপর বসতে কি চাও প্রজাপতি হয়
ে,
সাত সাগর কি পাড়ি দেবে ঘোমটা মাথায় দিয়ে ?
দেখতে পাবে কাঠির ছোঁয়ায় মস্ত সে এক জাদু,
বাচ্চারা সব বুড়ো হবে, ছোকরা হবে দাদু |
খাবার কথা উঠলে পড়ে যখন ঘোরাই কাঠি,
পাত পেতে সব বসে পড়ো, খাও গরম গরম রুটি |
রান্না ভালো করতে জানি, মাংস, পোলাও, দই;
জাদুকাঠির ছোঁয়ায় পাবে আমেরিকান কই |
এই দেখোনা কেমন আমি রাঁধছি বিরিয়ানী,
খাবার সময় খেতে হবে, চলবে না বাবুয়ানি |
সবজি তো নয় মনপসন্দ, তাই করিনা রান্না;
রাঁধলে পরে খাওয়ার সময় চাইলে বলতাম আর না |
জাদু কাঠির ভেল্কি যদি দেখতে ইচ্ছে করে,
অবাক চোখে চেয়ে থেকে হাততালি দিও জোরে |