STORYMIRROR

Debashis Bhattacharya

Children Stories

5  

Debashis Bhattacharya

Children Stories

মাস্টারমশায় ছড়ি হাথে চোখ রাঙিয়ে

মাস্টারমশায় ছড়ি হাথে চোখ রাঙিয়ে

1 min
515

এলাম গেলাম পেলাম খেলাম

সব মিলিয়ে রাতে

রাতের পাখি দিনের পাখি

কাক-পেঁচা আর শালিক

একসাথে সব জড়ো হয়ে

ভোরবেলাতে ডাকে


নেংটি ইঁদুর হুলো বেড়াল

বাঘমামা খেঁকশিয়াল

সবাই এবার ভেবে মরে

ঘাড় মটকাবে কাকে

ঘরের ভেতর মুখ বেঁকিয়ে

টিকটিকিটা হাঁচে


দেবদারু গাছ ইউক্যালিপ্টাস

পাইন গাছের সারি

সবাই তাকায় গগনপানে 

চাঁদকে ছোঁয়ার আশায়

তাইনা দেখে মুচকি হেসে

তুলসী মঞ্চে লুটায়


প্রজাপতি রং মেলেছে

ছোট্ট পাখনা মেলে

চিল আকাশে উড়ে চলে

মাছটি মুখে তুলে

ব্যাঙ হেসে লুটোপুটি খায়

জলে সাঁতার কেটে


এবার আমি বলবো তোমায়

আমার গল্পখানি

পড়তে বসেই জ্বর এসে যায়

চোখটি বুজে ঝিমাই  

মাথায় যখন চাঁটি পড়ে

ঘাড় ঘুরিয়ে দেখি

মাস্টারমশায় ছড়ি হাথে

চোখ রাঙিয়ে পিছনে


Rate this content
Log in