মাস্টারমশায় ছড়ি হাথে চোখ রাঙিয়ে
মাস্টারমশায় ছড়ি হাথে চোখ রাঙিয়ে
এলাম গেলাম পেলাম খেলাম
সব মিলিয়ে রাতে
রাতের পাখি দিনের পাখি
কাক-পেঁচা আর শালিক
একসাথে সব জড়ো হয়ে
ভোরবেলাতে ডাকে
নেংটি ইঁদুর হুলো বেড়াল
বাঘমামা খেঁকশিয়াল
সবাই এবার ভেবে মরে
ঘাড় মটকাবে কাকে
ঘরের ভেতর মুখ বেঁকিয়ে
টিকটিকিটা হাঁচে
দেবদারু গাছ ইউক্যালিপ্টাস
পাইন গাছের সারি
সবাই তাকায় গগনপানে
চাঁদকে ছোঁয়ার আশায়
তাইনা দেখে মুচকি হেসে
তুলসী মঞ্চে লুটায়
প্রজাপতি রং মেলেছে
ছোট্ট পাখনা মেলে
চিল আকাশে উড়ে চলে
মাছটি মুখে তুলে
ব্যাঙ হেসে লুটোপুটি খায়
জলে সাঁতার কেটে
এবার আমি বলবো তোমায়
আমার গল্পখানি
পড়তে বসেই জ্বর এসে যায়
চোখটি বুজে ঝিমাই
মাথায় যখন চাঁটি পড়ে
ঘাড় ঘুরিয়ে দেখি
মাস্টারমশায় ছড়ি হাথে
চোখ রাঙিয়ে পিছনে
