STORYMIRROR

PRASANTA GHOSH

Classics Fantasy Children

4  

PRASANTA GHOSH

Classics Fantasy Children

প্রিয় সান্তা

প্রিয় সান্তা

1 min
297

ডিম্বরের শহরে,

স্লেজে করে চেপে 

উপহার ভরা ঝুলি নিয়ে কাঁধে

আসো তুমি সবার দ্বারে,

মানুষের মুখে হাঁসি ফোটাতে,

প্রতি ২৫ শে ডিসেম্বরে,

শহর জুড়ে শীতের আমেজ,

বড় দিনের শুভ লগ্নে 

সকলের মন ভরে উঠে আনন্দে,

মন চলে যায় কাছের দূরের পর্যটন স্থানে,

গীর্জায় প্রার্থনায় মগ্ন হয় সকলে,

শান্তির বার্তা ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে,

শহর জুড়ে ফিস্ট থেকে পার্টি বাজিমাত,

আনন্দে মেতে উঠে সবাই ,

শুভ দিনে মিষ্টি মুখ আর কেক চাইই চাই,

চলে ঘোরাঘুরি 

তার সাথে সবাই একসাথে খাওয়া দাওয়া,

এরই ফাঁকে কিছু আবদার 

সান্তা রইলো তোমার কাছে ,

তোমার পথ চেয়ে আজও 

যে পথ শিশুরা শহরের ফুটপাতে বসে থাকে,

তাদের ঝুলিও যেন ভরে যায়

তোমার ঝুলির উপহারে,

ফুটপাথে পড়ে থাকা

ছেঁড়া কাঁথার জীবন্ত লাশ

যেন চোখের জল আর না ফেলে,

কেউ আর না অভুক্ত,বস্ত্রহীন থাকে 

এই শীতের রাতে,

কিংবা এমন যদি হত

কোনো এক শিক্ষিত বেকার

খুঁজে পেত চাকরি তোমার ঝুলিতে,

প্রেমিক প্রেমিকার মন

ভরে উঠতো তোমার ঝুলির উপহারে,

তাহলে বুঝি ভালোই হতো খুব?

বড়দিনের আনন্দ এভাবেই ছড়িয়ে পড়বে

সবার মনে প্রাণে,

এই দিন ফিরে আসুক বারে বারে ৷


কলমে-প্রশান্ত ঘোষ



Rate this content
Log in

Similar bengali poem from Classics