STORYMIRROR

PRASANTA GHOSH

Inspirational

3  

PRASANTA GHOSH

Inspirational

নারী তুমি

নারী তুমি

1 min
642

কত রকমের ঘটনা ফুটে উঠে

প্রতিনিয়ত সমাজেরই দর্পনে

যা দেখে ভাবতেও যেন

বড়োই অবাক লাগে

এই সভ্য,শিক্ষিত সমাজেই তো

ঘটে চলে কন্যা ভ্রূন 

হত্যার মতোই কত নৃশংসতা

যা দেখে স্তম্ভিত হয় আমরা

একজন মা কন্যা সন্তানের

 দিলেই জন্ম হতে হয় তাকে 

 বহু অত্যাচারের শিকার

যেই দেশে নারীশক্তিকে করি

পূজো অতীত হতে আজও

সেই দেশেই কিনা মেয়েরা

হয় শিকার পনপ্রথারই গ্রাসে

কোনো পথ না পেয়ে তখন

সেই মেয়েটাই বেছে নেয় 

আত্মহত্যারই মতো পথ যে

আবার আমার দেশেই ঘটে চলে

নারী নির্যাতেনরই মতো ঘটনা

ধর্ষিত হতে হয় পাপড়ি না মেলা

তিন বছরের বাচ্চা মেয়েটিকেও

সভ্য এই সমাজেইতো আজও 

সরিয়ে রাখা হয় কত মেয়েদের

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি হতে

আমার দেশ হয়েছে স্বাধীন

বহু বছরইতো হলো

তবুও কী নারীরা এই পুরুষতান্ত্রিক সমাজে

সঠিক ভাবে বাঁচার

অধিকার টুকু খুঁজে পেল?

নারী শক্তির বিকাশ ঘটাতে

এগিয়ে আসুন সকলেই যেন

নারীর উন্নতি হলেই তবে

আমাদের দেশে এগিয়ে যাবে আরো I


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational