পরিযায়ী পাখি
পরিযায়ী পাখি


হতাম যদি কোনো এক পরিযায়ী পাখি
পাড়ি দিতাম কোনো এক দূর ঠিকানায় ,
নীল আকাশে ডানা মেলে
উড়ে যেতাম কোনো এক অচিন দেশে,
মেঘ ,পাহাড় পাড়ি দিয়ে এগিয়ে যেতাম দূরে,
শীতের বিরহ কাটিয়ে উঠে
আবার আমি আসতাম হৃদয়ের ঘরে ফিরে,
অসীম নীল দিগন্তে কোথায় পথ হারা হলে
খোঁজ করিস সঙ্গী টারে আকাশের নীলে,
আবার দূর আকাশে দেখা পেলে
ডাকিস আমায় সাড়া দেব ঠিক যে,
শীতের বিরহ মাখতে পাড়ি দেব অন্য দেশে,
উত্তাল সমুদ্র অথবা সুউচ্চ পাহাড়কে
করে যাবো অতিক্রম নীল আকাশে ডানা ভাসিয়ে,
দূরে কোথাও চলে গেলে
আকাশ ঠিক খোঁজ করবে আমার ডানার স্পর্শকে,
আমি ঠিক ফিরে যাবো তার কাছে আবার যে ৷