STORYMIRROR

PRASANTA GHOSH

Romance Inspirational Others

4.0  

PRASANTA GHOSH

Romance Inspirational Others

বৃষ্টির প্রেম

বৃষ্টির প্রেম

1 min
210


এই শহরে বৃষ্টি নামলে বলিস,

হাঁটবাে দু'জন একই ছাতার তলায়,

হাতটা শক্ত করে জড়িয়ে ধরে, 

তোর কাঁধে মাথা রেখে,

ব্যস্ত ভিড়ে ঠাসা তিলোওমার বুকে হাঁটবো সেদিন,

লেখা হবে সেদিনের অমর প্রেম,

আমাদের ঘিরে জন্ম নেবে নানান রূপকথার,

কখনো বা ক্লান্তি লাগলে একটু জিরিয়ে নেবো, 

খালি পায়েই এই শহরে আনাচে কানাচে ঘুরবো,

গল্প লেখবো বৃষ্টি ভেজা প্রেমের,

সমস্ত হিংসা,বিদ্বেষ ও ঘৃনার মাঝেও

ছড়িয়ে দেবো ভালোবাসার শাশ্বত বাণী,

যা দ্রুত ছড়িয়ে পড়বে 

প্রতিটি মানুষের অন্তরে,

ভলােবাসা এইভাবে বেঁচে থাকবে

আমার তোর বাঁধনের মধ্যে দিয়ে, 

এই শহরেই বুকেই গড়ে তুলবো

তোর আমার লাল নীল সংসার ৷



Rate this content
Log in

Similar bengali poem from Romance