বর্তমানের রানার
বর্তমানের রানার


তখন ছিল অন্য রানার
দৌড়ে যেত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে,
চিঠির খবর আসতো নিয়ে
তোড়া কাগজ থাকতো পিঠে,
বর্তমানে রানারের দেখা মিলে না আর
সময়ের সাথে সেই সব আজ গেছে বদলে,
তবে সময়ের স্রোতে রানার আজও বেঁচে আছে,
Amazon,Flipkart থেকে বস্তা নিয়ে
ছুটে চলেছে দুর্বার গতিতে,
এক ঠিকানা থেকে অন্য ঠিকানাতে,
প্রয়োজনের জিনিস সময়ে
মানুষের হাতে পৌঁছে দিতে,
কাঁধে তাদের বড়ো ব্যাগে
অর্ডার দেওয়া হরেক রকম জিনিস আছে ,
পৌঁছে দিচ্ছে তারা বাড়ি বাড়ি গিয়ে,
Zom
ato, swiggy এর প্যাকেট বইছে তাঁরা কাঁধে,
কাজ নিয়েছে তাঁরা প্যাকেট আনার,
তাই ফোনটা হাতে নিয়ে
বাইক বজায় করে,
রানার ছুটে চলেছে দুরন্ত গতিতে,
পাছে একটু দেরি হলেই
ক্রেতা কেন আবার রেগে উঠে ,
ঘরেতে অভাব আছে তাই লোকের কাছে
জিনিস পৌঁছে দেওয়ার কাজ নিয়েছে,
বিরিয়ানি নিয়ে ঘুরছে তবু
তাঁর স্বাদ মেপে দেখার সুযোগ নেই তাঁদের,
সবার পেট ভরলে তার সামান্য প্রাপ্য টাকায়
পেট চলে যায় তাদের,
রানার ছুটে চলে খাবার নিয়ে
সকাল থেকে বিকেল অব্দি।
~ প্রশান্ত ঘোষ