ফেলে আসা শৈশব
ফেলে আসা শৈশব
জীবনের খেলাঘরে হঠাৎ ফিরে যাওয়া শৈশবে,
ছিল যা খুবই আনন্দ আর বন্ধুত্বের,
যেখানে হয়তো ছিল না মােবাইল কিংবা ইন্টারনেট,
হয়তো সোশ্যাল মিডিয়ার এতো অধিক্যও ছিল না,
সেই দিন গুলো ছিল ভীষনই রঙিন,
ভালাে ছিলাম পেরিয়ে আসা সেই দিন গুলোতে,
বন্ধুর সঙ্গে মারামারি ছিল
আবার তার সাথে ছিল আন্তরিক ভালােবাসার বন্ধন,
কালের নিয়মে যা আজ গেছে হারিয়ে,
তবুও মনের মধ্যে আজও রয়েছে ভালোবাসার অনুভূতি,
সবাই মিলে একসাথে স্কুল যাওয়া ছিল
আবার স্কুলের বেঞ্চ বাজিয়ে গান,
ফিরে পেতে চায় ফেলে আসা সেই শৈশব
টিফিনের ফাঁকে সেই উৎসব কলরব,
আজ ফেলে আসা দিন গুলো খুবই মনে ভীড় করে,
সময় এগিয়ে চলেছে জীবনের অপ্রাপ্তির সন্ধানে
ফেলে আসা শৈশব আজও পিছু ডাকে ৷
~ প্রশান্ত ঘোষ