চাষি ভাই
চাষি ভাই


চাষি ভাই কত খেটে তোমরাই
মাঠ জুড়ে সোনার ফসল ফলাও,
তাই খেয়ে আমরা জীবন বাঁচাই,
সকাল থেকে সন্ধ্যা কত খাটো তোমরাই
তাইতো সোনার ফসল পায় মোরা,
তোমাদের রক্তে শোণিত হয় লাঙল ফলা,
মাথার ঘাম পায়ে ফেলেও
দাও মুখে অন্ন তুলে সবার,
ধনী থেকে দরিদ্র সবার মুখে
হাঁসি ফোঁটে তোমাদেরই জন্য,
তবুও জানি অনেক সময়
আহার জোটেনা তোমাদের দুবেলা,
তাও তোমরা চাষ করে অবিরাম সোনার ফসল দাও,
মা অন্নপূর্ণার আশীর্বাদ সর্বদা মাথায় নিয়ে,
শত কষ্ট সহ্য করেও রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
সকল বঞ্চনাকে সহ্য করেও
আমাদের প্রতিনিয়ত খাদ্য জোগান দাও,
তোমরাই তো আমাদের সকলের প্রকৃত বন্ধু,
তাই সবাই একসাথে সমস্ত চাষি ভাইদের
জানাই অসংখ্য ধন্যবাদ ৷