STORYMIRROR

Sulata Das

Classics Others

3  

Sulata Das

Classics Others

স্বপ্ন ভঙ্গ

স্বপ্ন ভঙ্গ

1 min
172

ইচ্ছে করছে কল্পনার হাতটি ধরে

      যাই চলে দূরে-পেরিয়ে মাঠ-ঘাট

যেখান থাকবে না কোন বিধিনিষেধ 

      না কোন রাগ,দু:খ,অভিমান।

যাই চলে সেই তেপান্তরের মাঠে-

     যেথায় ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী বসে আছে,

রূপকথার গল্প শুনি গিয়ে তাদের কাছে।

     চলে যাই ঘুমের দেশে একটু ঘুরে আসি,

থাকে যেখানে ছোটদের ঘুমপাড়ানি মাসিপিসি।

     মনে হলো যাই ভেসে মেঘের দেশে 

যেখানে মেঘবালিকা থাকে,

     করি খেলা তার সাথে 

 মেঘের কোলে মিলেমিশে।

     যাই রূপকথার সেই কল্পরাজ্যে,

যেখানে রাজপুত্র-রাজকন্যারা থাকে

     ছোট থেকে যাদের গল্প-

শুনেছি মায়ের মুখে। 

     আকাশ-পাতাল ভাবতে ভাবতে 

কখন যেন পৌঁছে গেছি চাঁদে,

    চেয়ে দেখি চাঁদ বুড়ি চরকায় বসে সূতো কাটে।

আমায় দেখে একগাল হেসে নিজের হাতে বোনা 

    নরম রেশমী চাদর আমায় দিল চাঁদ বুড়ি,

কখন যেন পরেছি ঘুমিয়ে অঙ্গ তার নরম চাদরে মুড়ি!

মায়ের ডাকে চমক ভাঙতেই বুঝি এ সবই আমার কল্পনা,

    সময় মতো অফিসে না গেলে জুটবে অনেক ভর্ৎসনা।


 


Rate this content
Log in

Similar bengali poem from Classics