STORYMIRROR

Sulata Das

Classics Fantasy

4  

Sulata Das

Classics Fantasy

ডিগবাজি

ডিগবাজি

2 mins
764


     কষ্ট গুলো কি জানি কখন 

গা সওয়া হয়ে গেছে,

   মন খারাপ লাগা আজ 

অভ্যাসে দাঁড়িয়েছে।

   সুখ বসন্তের উত্তুরে হাওয়ার মতো 

মন কে মাঝে মাঝে যায় ছুঁয়ে,

   খুশির মরূদ্যানের পরশ পাবার আগেই 

তা মরীচিকা হয়ে-

    আলেয়ার আলোর মতো   

সুদূর অসীমে যায় মিলিয়ে।

    রাতদিন সুখের সৌধ গড়ি-

ভাবি একদিন দেখা পাবই তার,

   মূহুর্তে তাসের ঘরের মতো 

তা ভেঙে হয়ে যায় চুরমার। 

   যতই করি প্রয়াস সবই হায় বৃথা,

যেমন বালুচরে লেখা সুখের কবিতা 

    সাগর ঢেউয়ে যায় মুছে-

বৃথা ফিরি তারে মিছে খুঁজে। 


অগোছালো এই ভব জীবনে সদা চলে 

   সুখ দুঃখের ডিগবাজি খেলা,

জন-অরণ্যে বাস করেও

   নিজেকে তাই লাগে বড় একেলা। 

প্রভাব-প্রতিপত্তি-খ্যাতি-যশ

   সব পেয়েছি এ সমাজে,

ঐশ্বর্যের অট্টালিকায় করি বাস,

  তাও স্বার্থান্বেষী ঈর্ষাকাতর লোভী মনটা 

আমায় কুড়ে কুড়ে খায় প্রতিনিয়ত

   মনে আরও বেশী পাবার আশ!

সংকীর্ণ এই মনের মাঝে 

   সুখের দমবন্ধ হয়ে আসে,

তাই একটু উন্মুক্ত উদার বাতাসের আশায়

   মনের খিড়কি দিয়ে সে 

স্নিগ্ধ সমীরণে মিলিয়ে যায়।

   

সুলতা দাশ।


Rate this content
Log in