STORYMIRROR

Sulata Das

Abstract Classics Others

3  

Sulata Das

Abstract Classics Others

আগমনী সুর

আগমনী সুর

1 min
199


শ্রাবণের বারিধারায় অঝোরে ঝরে

   অভিমানী আকাশের অভিমান 

আজ গিয়েছে মুছে।

   অসীম আকাশ সেজেছে আজ 

রজতশুভ্র মেঘ অলংকারের সাজে,

   শ্বেত ময়ূরপঙ্খী চড়ে সাদা মেঘ যেন 

সুনীল আকাশে যাচ্ছে ভেসে। 

   শরতের হাওয়ার দোলায় 

দিগন্তব্যাপী দুলছে রজত শুভ্র 

    সাদা কাশফুল,

জলে ভরা সরোবরে প্রস্ফুটিত 

   লাল পদ্ম মাতৃ চরণে 

অর্পণের তরে হয়েছে আকুল। 

  শিউলির সুগন্ধে সুবাসিত বাতাস,

যেন হাসছে রোদ ঝলমলে 

     শরতের আকাশ। 

কৈলাশ থেকে নীলকন্ঠ নিয়ে এসেছে 

    মা দূর্গার আগমনী বার্তা,

এক লহমায় ভুলে গেল সবাই

    মন খারাপের মলিনতা।

আবাল-বৃদ্ধ-বনিতা নতুন পোষাক-

    ঢিডিম ঢিডিম তালে 

প্যান্ডালে বাজবে ঢাক।   

চণ্ডীপাঠ,আরতি,ফুল,ধুপধুনো,চন্দন-

  করপুটে অঞ্জলি,সংস্কৃত মন্ত্রোচ্চারণ।

ধুনুচি নাচ,সাংস্কৃতিক অনুষ্ঠান-

   ছোট বড় সকলের প্রতিভার প্রকাশ।

আলোর রোশনাই-অপরূপ সাজ-

   কোন প্যান্ডাল অর্জন করবে শ্রেষ্ঠত্বের শিরোপা-সৌন্দর্যর তাজ!

   চারদিন হৈ হৈ-আনন্দের হিল্লোল-

আড্ডা-ভুড়িভোজ-ঘোরাঘুরি-প্রতিমা দর্শন।

  আকাশ বাতাস মুখরিত আজ

আগমনী সুরে,

   মন্ডপ সেজে উঠছে 

শিল্পীর হাতের নিপুণ শৈল্পিক গুণে। 

  আসছেন মা ভুবন আলো করে

সব দুঃখ কষ্ট এবার যাবে দূরে,

  ভাসবে জগৎ খুশীর জোয়ারে

মাতবে ধরণী হাসির কল্লোলে।

   



Rate this content
Log in