STORYMIRROR

Sulata Das

Abstract Tragedy Others

3  

Sulata Das

Abstract Tragedy Others

জীবন্ত লাশ

জীবন্ত লাশ

1 min
424

    দায়বদ্ধ ভালবাসা টা জানালা 

দিয়ে ঊড়ে গেছে মুক্তির সন্ধানে,

   নিবিড় ভালবাসা খুঁজছে সে 

নীল দিগন্তে পাড়ি দিয়ে।

   সাজানো বাগানের মতো সুন্দর 

যে সংসারটা দেখে 

   মনে হয় তা কত সুখের!-

কত ভালবাসায় ভরা!-

   আসলে তা সংসারের প্রতি দায়বদ্ধতা,

আসলে তা সন্তানের ভবিষ্যত চিন্তা-

   আসলে তা সমাজে চক্ষুলজ্জার ভয়-

আসলে তা সম্পর্কের অবক্ষয়।

    ঘরে পড়ে আছে শুধু- 

একসাথে থাকার অভ্যাস, 

  কান পেতে যদি শোন-শুনবে 

না পাওয়া ভালবাসার দীর্ঘশ্বাস!

    কিছু অপূর্ণ প্রেমের দস্তান লেখা আছে 

চোখের জলে ভেজা ঐ বালিশে,

   কিছু আকাঙ্খিত ভালবাসার অসম্পূর্ণতা মিশে আছে ফুল তোলা ঐ বিছানার চাদরে। 


   ঘরে ঘোরাফেরা করে চলে 

কিছু অপূর্ণ আশা-আকাঙ্খার কায়া-

   কিছু মন খারাপের কালো ধোঁয়া,

কিছু ব্যার্থতার ভঙ্গুর মনোরথ

   কিছু বুকফাটা দুঃখের নীরব আর্তনাদ। 

আছে কিছু দায়দায়িত্ব-কিছু কর্তব্য-

  আছে কিছু তির্যক কটু মন্তব্য। 

আছে জীবনে কিছু পাওয়ার আকুতি-

   আজও আছে অপেক্ষা 

কবে পাবে নিজের স্বীকৃতি!

  আছে অবজ্ঞা-বঞ্চনা-গঞ্জনা-

আছে হাজার মানসিক যন্ত্রণা-

   তবু সদা অন্তরে সংসারের সকলের তরে থাকে

ব্রত-উপবাস-মঙ্গল প্রার্থনা।

   সংসারে সকল দায়দায়িত্বের মাঝে 

একটু সহানুভূতি পূর্ণ 

    ভালবাসার আশ-

নিয়ে ঘুরে বেড়ায় 

    অস্থি-মাংসে গড়া এক জীবন্ত লাশ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract