STORYMIRROR

Sulata Das

Abstract Tragedy

3  

Sulata Das

Abstract Tragedy

পাষাণ

পাষাণ

1 min
314

    পরিযায়ী পাখির মতো 

গিয়েছিলে চলে-

    অপলক তাকিয়ে ছিলাম 

পাষাণের যাওয়ার পথে,

   না-যাইনি মরে-যাইনি শেষ হয়ে

নতুন করে গড়েছি নিজেকে

   নতুন আশায় বেঁধেছি বুক,

খুঁজে পাবই আমার মনের মানুষ

   আসবে জীবনে নববসন্তের প্রেম।

হয়তো দেখা হবে তার সাথে   

   সাগর তীরে জ্যোৎস্না রাতে, 

হয়তো দেখা হবে তার সাথে 

   গোধূলি লগনে প্রদীপ হাতে।

হয়তো তাকে পাবো খুঁজে 

   নীল নীলিমায় মেঘের ভাঁজে,

হয়তো তাকে ঠিক চিনে নেব

   হাজার আগুন্তুকের ভীড়ের মাঝে। 

হয়তো সে করবে প্রেম নিবেদন

   ভালবাসা মাখা গোলাপী খামে,

হয়তো আমায় ডাকবে সে 

    সোহাগ করে নতুন নামে। 

সেদিন দুজনে হাঁটবো মোরা 

   ঝাউ বীথি আর পলাশ বনে,

বলবো তাকে সব ভালবাসার কথা

    যা পুঞ্জিত আছে

আমার এ পিয়াসী উতলা মনে।

    নিবিড় আলিঙ্গনে বাঁধবো তাকে

দুটি হৃদয় একাত্ম হবে,

   হয়তো আমি হারিয়ে যাব

তার বক্ষে গোপন অভিসারে। 



ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Abstract