মা
মা
(শুভ মাতৃ দিবস উপলক্ষে
আমার নিবেদন)
আমার পৃথিবী তুমি
মা
আমার সমস্ত সত্তা জুড়ে
শুধুই তুমি
মা
হয়ত সেভাবে দেখাতে পারিনা
যেভাবে তোমায় ভালোবাসি
তবুও তুমি কেমন করে
সবটা নাও বুঝে
কি আশ্চর্য তোমার আমার
মিষ্টি সম্পর্ক
যেখানে কোনো কৃত্রিমতা নেই
ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার
আমরা দুজন দুজনার
মাতৃ ঋণ কখনো হয়না শোধ
সে ধৃষ্টতা হয়না যেনো কখনো
কোনো সন্তানের
তবুও শুধু দূর থেকে এটুকু বলি
খুব ভালোবাসি তোমায় আমি।
