STORYMIRROR

samir sarkar

Classics Others

3  

samir sarkar

Classics Others

চুক্তির প্রেম!

চুক্তির প্রেম!

1 min
262


যদি এখন কেউ বলে,

....'আই লাভ ইউ'...

তবে তাকে খুব বলতে ইচ্ছে করে-

'ক-মাসের জন্য চুক্তি করবে?'


কারণটা খুব সহজ!

কদিনের সেই ভালোবাসার ম্যাসেজগুলো,,,

সেই অজানা আনন্দের স্বপ্নগুলো,

একদিন , দুদিন, কয়েকদিন পর

gd ni8, mrng, f9, u এইসব ছোট ছোট না বলতে চাওয়া কথার সঙ্গে মিশে বিলীন হয়ে যায়!


তখন নিজের মনের অনুভূতিগুলো, ইচ্ছাগুলো

বলবার বা শুনবার মতো...

সেই আপন আর স্বপ্নের ইনবক্স টার সময় হয় না!

তাই তখন শুধুই সে,,,

কয়েকটা ছোট্ট বাক্যে বিদায় জানিয়ে ব্যস্ত হয়ে অন্যজনে!

এপ্রান্তে তখন সেই খুদে হৃদয়,,

কারো ওপর অধিকার হারিয়ে ভাসতে থাকে নোনাজলে,,

এভাবেই চলে বছর বছর, বসন্তের পর বসন্ত!



Rate this content
Log in

Similar bengali poem from Classics