মৃতদের জন্য
মৃতদের জন্য
বাজনা
জ্বালামুখ মৃত জানি। সেটা ধর্ম, রীতি
কখনো আমার জন্য
বাজিয়ে দেয় রুদ্ধসংগীতই
উজান
যারা হেঁটেছিল মাঠে তারা শূন্য, নদী
ভাসিয়ে দেবার আগে
মৃতদেহ যেরকম বধির
উৎসব
নাব্যতা কমেছে তাই জুটে গেছে কাজ
এখনো বিকেলবেলা
পড়া হয়নি জুম্মার নমাজ
ব্যধি
হাঁপিয়ে উঠেছে কেউ লাশঘরে, রোজ
ঢোকার আগেও তার
বাঁধেনি আর রক্ষা-কবজ
জল
নিয়ম ছিলনা ডুবে থাকা, অনুমানে
যখন মেঘলা দিনে
মেঘ তার লোক-ধর্ম জানে
