STORYMIRROR

Siddhartha Basu

Abstract Classics Others

3  

Siddhartha Basu

Abstract Classics Others

গোধূলী

গোধূলী

1 min
201


ধানের শীষের ইশারায় 

ইঙ্গিতধর্মি মরমি আলোর রোশনাই,

পিঠে পুলি পর্ব পেরিয়ে আসা,

পাহাড়ের বুক চিরে বসন্তে জেগে ওঠে ছন্দের ভাষা,

সৃষ্টিক্ষুধার মাদকতায় উদ্দীপ্ত....

রোদ্দুরচ্ছটার শেষ প্রহরে

বৈরাগীতলা যেন ধ্যানস্নিগ্ধ গোধূলী। 


সাঁকোর ওপারে বন্ধুত্বের হাতছানি,

যেন ভালো থাকবার পাসওয়ার্ড,

জোৎস্নামাখা বালুচরে খুনসুটির শৈশব,

মুঠোভরে জল নেবার মতো ক্ষনকাল,

আঁজলা ভরা যৌবনের প্রতিচ্ছবি। 


মননের পাতায় লিপিবদ্ধ অতীতে আদরএর যাওয়া আশা,

উষ্ণতা ফিরে আসে ধূমায়িত শূন্য কফি মাগে,

ঠুনকো প্রত্যাশার পারদ মাত্রা ঝরে সরস ঠোঁটের অভাবে,

মর্মর করে ওঠে চেতনা প্রহর!


থিওসফিস্ট নয় বই পোকা হয়ে,

খুঁজি কেতাবি আশ্রয়...

কাব্য বিশ্লেষণ এর প্রতিফলন প্রজ্ঞার বিকাশে,

যেথায় সৃষ্টি হয় আনন্দকোষ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract