STORYMIRROR

Siddhartha Basu

Fantasy

4  

Siddhartha Basu

Fantasy

দ্রোহকাল

দ্রোহকাল

1 min
273

অলিন্দ জুড়ে অবিন্যস্ত দ্রোহকাল...

চীনে বাদামের খোলায় ভরা অস্তিত্বের দোলাচল,

গা ভাসাই নোনাজলে আবক্ষ উন্মাদনায়...

কেউকি পেছু ডাকছে?

ডাকুক, আমিও অনড় লিপিতে আবদ্ধ,

বেশভুষায় যারা তৃ্প্ত হয় তাদের দিনলিপিতে আমি নশ্বর,

আমিতে আমি বাস করি,

কবিতা নয় এসবই ঈশ্বর,

কাকতাড়ুয়ার বেশে যদি কিছু শস্যদানা বাঁচাতে পারি!

মুখোস না কিনে যদি কিনি চিঁড়ে...

ভিজবে কি তাতে অরন্ধনের পাঠ?

লাশ কাটা ঘরে বেনোজল ঢোকে ঢুকুক,

আমি অবিনশ্বর সেপাই হয়েও চোখ বুজে রই...

খোলা চিঠি তোর দ্বারে

আয়রে বন্ধু চল চলি তোর হাত ধরে বারে২

রিক্ততাই আসল দর্শন কবিতার ত্বরে।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy