STORYMIRROR

Siddhartha Basu

Abstract Fantasy Others

3  

Siddhartha Basu

Abstract Fantasy Others

ওম

ওম

1 min
192

খয়রাতি ভালোবাসায় ইচ্ছে লড়াই এর আসরে,

নিজেকে প্রমান করতে হয়, প্রতিটি ক্ষনে।

শহুরে মানুষ খোঁজে যান্ত্রিক যন্ত্রনার শৈশব,

মনের হদিসের চুলচেরা হিসেব পাখনা মেলে উড়তে চায়...

চেনা গন্ধের আস্কারায় মন খুঁজে পায় উদাসীনতা,

আলতা পায়ে বদ্ধ নুপুরএ ঝংকার ধ্বনিত ঋদ্ধতা,

অলস বারান্দায় রোদ ছুঁয়ে যায় মনের আঁধার কোনে,

চেনা আনন্দে ভাসতে গিয়ে ধরা পড়ে স্বপ্নজাল,

বুমেরাং হয়ে ফিরে আসা সোনালী বিকেলের জিজ্ঞাস্য? 

সন্ধ্যা তারা এক এক করে প্রজ্জ্বলিত হয়ে ওঠে,

মনের ছোট ছোট আলাপন সোপান বেয়ে উঠতে চায়,

শীত ঘুমে জড়িয়ে থাকা স্বপ্ন গুলো পুর্ণতা পাবে একদিন,

লেপ কম্বলে জড়িয়ে থাকা ওম এর শুদ্ধতা মেনে,

কালো মায়ের রূপচ্ছটায় যে মজে,

তার শেষ ভালো হতেই হবে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract