বেলাশেষে
বেলাশেষে
"কিছু কথা থাক বাকি"
বেলাশেষে কোন এক চৈত্রের সাঁঝবেলায়,
একাকী বিষণ্ণ ভগ্নহৃদয়ে জোনাকির আলোয়,
হাতে হাত রেখে শুনে নেবো
বাকি সব কথা,
যাকিছু তোমার হৃদয় বলতে চেয়েছিলো,
অস্তমিত অশ্রুকণা
আদরের বাষ্পে ঝরবে টুপ-টুপ করে,
উড়ে যাবে এক ঝাঁক প্রজাপতি,
আমার হৃদয়ে উঠবে বেজে
কৈশোরের তান,
ঝমঝমিয়ে বারিধারায়
ভিজবে মোদের অলিন্দদ্বয়।।

