STORYMIRROR

Siddhartha Basu

Inspirational Others

3  

Siddhartha Basu

Inspirational Others

অ্যালবাম

অ্যালবাম

1 min
218


শীতঘুমে চলে যাওয়া স্বপ্নের এপিটাফ, 

মজে যাওয়া শোকতাপ,

নিঃশব্দে ঘুমিয়ে পড়া ভালোবাসার অ্যালবাম,

রোদ্দুরে চুঁইয়ে ঝরে টুপ করে হৃদ্ মাঝারে।


বোধের দেউড়িতে কড়া নেড়ে যায়,

সদর্থক দায়বদ্ধতা

প্রত্যাশার ফানুস চুপসে যায়,

আতিশয্যের বাহারে। 


যন্ত্রনার সাতকাহন

অবিচ্ছিন্ন প্রবাহের ফুরিয়ে যাওয়া আগ্রহে,

চোরাবালি আর তমসার বিনির্মাণ,

রক্তাক্ত অক্ষরমালার নিটোল বুনটে,

ষোলকলায় পূর্ণ হয় ছন্দসংবেদ দর্পণ।


দহনক্লান্ত মননে আশ্লেষ, 

২১ শে ভাষা বিপ্লব দিবস,

শব্দবোধের সংবেদ ও এক অসংজ্ঞেয় স্বজ্ঞা,

কৃষ্টি ও সৃষ্টির মেল বন্ধনের প্রজ্ঞা।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational