সোনার পাথরবাটি
সোনার পাথরবাটি
অনুস্মৃতির ভাগ্যলিপি চিত্রপট জুড়ে,
ধূূূপদীপ পুস্পচন্দন নৈবেদ্য সজ্জিত
শঙ্খধ্বনি ও আজানের সুরে।
এস ভ্যানগগ্, পাবলো, পিকাসো,
মন আঙ্গিনায় রংং তুলির প্রতিযোগিতায় বোসো,
ঘোচাতে ধর্মের ও বর্ণের আপজাত্য রহস্য।
সোনারপাথরবাটি কষ্টিপাথরে যাচাই করা জীবন
ভেজা শরীর উষ্ণতা ছড়ায় সৃৃষ্টিসুখের আলাপন।
মনকার্ণিশে একফাঁলি চাঁদ রুপোলী আলোয়
সিদ্ধ,
সাতরঙ্গা মন প্রেমের পরশে হয়যে তীরবিদ্ধ।
স্বপ্নেরাও কথাবলে কালের ইশারায়,
স্নান চিক্কন বনশ্রী রৌদ্রে উজ্জল সদা
হাস্যময়।

