STORYMIRROR

Nandita Pal

Classics Others

3  

Nandita Pal

Classics Others

সে তো মেয়ে

সে তো মেয়ে

1 min
246


এমন একটা বছর যায় না

চোখ বন্ধ করে ফেলতে হয় এক একটা

কামদুনি, নিরভয়া, হাথরসে। বয়স যা হোক

সম্পর্ক যা হোক, চেনা হোক বা না হোক।

সে তো মেয়ে!


অনেক কষ্টে ছেলে মানুষ, বুকে টানা সংসার।

ছেলে মায়ের স্বপ্নে একদিন আকাশ ছোঁয়,

ঘর আলো করে আসে বউয়ের কোলে লক্ষ্মী।

এক আকাশ ভরা তারায় আগলে রাখে তাকে।

সে তো মেয়ে।


সারে সারে লোক ধুনুচি নাচের আসরে।

মানতের ঢেউ মায়ের কাছে নীরবে;

অসুরদমন করার জন্যে ভক্তের আকুল নিবেদন।

বিদায়ে সিঁদুর পড়াতে গিয়ে মাকে, চোখে জল কেন।

সে ও তো মেয়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics