STORYMIRROR

Nandita Pal

Abstract Inspirational

4  

Nandita Pal

Abstract Inspirational

একুশের জন্য

একুশের জন্য

1 min
1.9K



মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখি তুমি অপলক

নন্দাদেবির জলোচ্ছাসে ভেঙ্গেছে স্বপ্ন গুলো,

আবার কখন যেন বুক বেঁধেছি তোমার তালে

পরের পর সামলে চলি অতিমারির ঢেউগুলো।


তুমি তখন আকাশ জুড়ে আশার আলো,

আফগানেরা ঢেকে গেল ঘন কালো পরদায়,

চারিদিকে ভয়ে তখন কি হবে যে মানুষগুলোর,

সেই তুমি ছিলে নির্বিকার সবার জন্য বরাভয়।


মুক্তো ভরা ঝিনুক গুলো হারিয়ে গেল নীরবে,

শঙ্খ মাখা দুপুরবেলা, সুদুর দেশের রাজকুমারে।

দাবানলে জ্বলছে যখন মাইলের পর মাইল পশ্চিমে,

কানে কানে তোমার মন্ত্র এগিয়ে চলার উত্তরে। 


পথ চলতে তোমার সাথে কখন যেন অন্যরকম,

ভ্যক্সিনের শক্তিতে তুমি রইবে ইতিহাসে,

কোটি কোটি লোকের আশীর্বাদে তোমার চোখে জল,

আমি হারাই তোমায় জেনো আপন করা ভালোবেসে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract