শীতের শেষে
শীতের শেষে
শীতের আমেজ শেষ হয়েছে
বাতাসটা ফুরফুরে,
নতুন পাতার হিল্লোলে আজ
ফাগুন জগত জুড়ে |
পুরাতনে দূরে সরিয়ে রেখে
নবীনে সবুজ সাজ,
আকাশ নীলে আলোর দ্যুতি
আঁধার নয়নে লাজ |
সাদা কুয়াশার চাদর মুড়ে যে
প্রকৃতি বয়সী বুড়ি,
গরম আঘাতে সরায়ে চাদরে
কিশোরীর মন চুরি |
আমুদী প্রকৃতি পেয়েছে জীবন
উচ্ছ্বাসে প্রাণ ভরা,
স্বপ্ন ভাসিছে ফাগুনের চোখে
হাসিখুশি, মাতোয়ারা |
নবীন প্রাণে উৎসাহ জাগে
চঞ্চল হয় মন,
আমের মুকুলে জেগেছে প্রকৃতি
বাতাসেতে আলোড়ন |
