ঋতু পতন
ঋতু পতন
ঋতু পতন
নিখিল মিত্র ঠাকুর
২৫/১০/২৪
আসতো ছটি ঋতু পালা করে
গরম ঠান্ডা সাথে
তারা করতো লড়াই পরস্পরে
রোদ-মেঘ অস্ত্র হাতে।
কিন্তু কেউ কাউকে করে দেয়নি শেষ
হতো সময় হেরফের
তাই তাদের পার্থক্য বোঝা যেত বেশ
চলতো বছর ভর জের।
মানুষের শৃঙ্খলা হীন জীবন যাপন
মাত্রা ছাড়া দূষণ
আনলো ঋতুর মধ্যে পরিবর্তন
কিছু ঋতুর পতন।
ছয় থেকে কমে হলো এখন তিন
গ্রীষ্ম বর্ষা আর শীত,
আনছে না মোটেই মানব জীবনে
তা কোনো ভাবে হিত।
@নিমিঠা
