উগ্র তুমি
উগ্র তুমি
চলতে-চলতে থেমে গেলাম হঠাৎ -
বেপরোয়া একঝাঁক দমকা হাওয়া চারিপাশে|
ঘূর্ণিঝড়ের মুখোমুখি হলাম, ভয়াবহ তার রূপ|
অবহেলিত বুদ্বুদে জন্ম নিয়ে ছুটে এলো সে,
একাকী মনে একটা ঠিকানাহীন গন্ডগোল|
থেমে গিয়ে রইলাম চেয়ে ভ্যাবাচ্যাকা হয়ে মুখপানে!
কাঁচের কিছু টুকরো দিয়ে সাজানো অঙ্গ|
ধুলোর গন্ধ গায়ে মাখানো, অগোছালো তার পোশাক|
আমার চৌম্বিক চোখ তাকিয়ে রইলো,
তার লোহাভরা বুকের বাঁকে, বেদনার মেঘলা কালো চোখে|
সেই কালবৈশাখীর ঘূর্ণিতে হারিয়ে গেলাম অজানায়!
সেই থেকে এখন-ও আমি নিখোঁজ, ঠিকানাহীন|
#lovelanguage