STORYMIRROR

Manab Mondal

Abstract Classics

4  

Manab Mondal

Abstract Classics

মা

মা

1 min
1.0K

ব্যার্থ দুপুরের এম পাশ

চায়ের দোকানে ফেলছে দীর্ঘ শ্বাস।

আকাশে তখনো রামধনু স্বপ্ন বেয়ে নেমে এলো

আধা কাঁচা পাকা এলোমেলো চুলো

উনুনে ফু দেওয়া আধবুড়ি সুন্দরী,

আমার জীবনের প্রথম নারী।

আমার জীবনের প্রথম প্রেম 

প্রথম প্রিয়তমা

তুমি     আমার      মা

নিতে পারি শত পুর্নজন্ম শোধ করতে জন্ম ঋণ।

জানি শত চেষ্টা য় ব্যার্থ হবোও সেই দিন।


বুকভরা কষ্ট এর সর্দিকাশি

হাতে সাদা ভাতের হাসি , 

চোখ করে কত জল গোপন

খুন হয়েছে কত আকাংখা, কত স্বপন,,,

হিসেবে রেখেছে কেউ কখনো তা?

তোমার চরণে তাই আজ অর্ঘ্য 

আমার এই কবিতা।

জানি ঋণ শোধের এসব বৃথা চেষ্টা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract